Hide Any Media File On Your Android! Without Locker/Hider App!!!!!!!
আমরা অনেকেই আছি, যারা বন্ধুদের বা অন্য কারো হাতে
নিজের মোবাইল দিয়ে কম্ফোর্টেবল ফিল করি না। কারণ তারা অযথাই আপনার ফোনের গ্যালারী,
ভিডিও, মিউজিক এলবাম এগুলো ঘাটাঘাটি করে। অনেক সময় মোবাইলের গ্যালারীতে বা ভিডিও প্লেয়ারে
অনেক পার্সোনাল ফাইল থেকে যায় যেগুলো আমরা অন্য কাউকে দেখাতে বা শোনাতে চাই না। অন্য
কেউ দেখলে বা শুনলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এ ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের লকার
বা হাইড এপ ব্যবহার করে থাকেন যেগুলো আপনার মোবাইলের র্যাম এবং ডাটা অযথাই খরচ করে,
বিরক্তিকর এড দেখায়, ব্যাটারীর চার্জও দ্রুত শেষ করে ফেলে।
এসব সমস্যা সমাধানে খুবই সহজ এবং কার্যকরী একটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো।
আপনি আপনার যে কোন ছবি, গান, ভিডিও বা ডকুমেন্ট কোন বাড়তি এপ ব্যবহার করা ছাড়াই খুব
সহজে লুকিয়ে রাখতে পারেন।
সে ক্ষেত্রে-
১. প্রথমেই আপনাকে জেনে নিতে হবে আপনার ছবি বা ভিডিও টি মেমোরির কোন ফোল্ডারটিতে রয়েছে।
২. আপনি যদি সেটি না জেনে থাকেন-তাহলে গ্যালারীতে
যেয়ে ছবি বা ভিডিও টি সামনে আনুন।
এরপর এর অপশন টি চাপুন।
অপশন থেকে ডিটেইলস বা প্রোপার্টিস এ চাপ দিলেই
ফাইলটির মেমোরি লোকেশন দেখাবে বা পাথ শো করবে অর্থাৎ ফাইলটি কোথায় আছে আপনি তা দেখতে
পাবেন।
৩. এরপর আপনার ফাইল ম্যানেজারে যেয়ে আপনার ছবি বা ভিডিও ফাইলটি, লোকেশন অনুযায়ী খুঁজে
বের করুন।
এবার ফাইল ম্যানেজার এর Android নামের যে ফোল্ডারটি
রয়েছে সেকখানে ফাইল টি কাট-পেস্ট বা মুভ করুন। Android ফোল্ডারটি আপনি ইন্টারনাল বা
এক্সটারনাল দুই মেমোরিতেই পেয়ে যাবেন। আপনার ইচ্ছা মত এ দুইটি ফোল্ডারের যে কোনটিতেই কাট-পেস্ট বা মুভ করতে পারেন।
৫. Android ফোল্ডারের ভেতর মুভ করা হয়ে গেলেই আপনার ফাইলটি হাইড হয়ে যাবে।এবার কোন
গ্যালারী বা ভিডিও প্লেয়ারে আপনার সে ছবি বা ভিডিওটি শো করবে না। চেক করে দেখুন। এভাবে
আপনি যে কোন ধরনের ফাইল Android নামের ফোল্ডারটিতে মুভ বা কাট-পেস্ট করে হাইড করে রাখতে
পারেন।
৬. আবার আপনার সে হাইড করা ফাইল টি যদি শো করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট সে ফাইলটি
Android ফোল্ডার থেকে কাট-পেস্ট/মুভ করে আগের ফোল্ডারে বা অন্য যে কোন জায়গায় নিয়ে
আসুন। দেখবেন আপনার ফাইলটি গ্যালারিতে আবার ঠিকভাবে শো করছে।
৭। এভাবে আপনি যে কোন ধরনের ফাইল মেমোরির
Android ফোল্ডারের ভেতর রেখে তা গ্যালারি, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার বা অন্য যে
কোন এপ থেকে হাইড করে রাখতে পারেন।
এতক্ষণ সাথে থাকার আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো লাগলে ভিডিও টি লাইক দিয়ে শেয়ার করতে
পারেন। আরো এরকম নিত্য নতুন সহজ সব টিপস,ট্রিকস এবং আপডেট পেতে আমার ব্লগ ও চ্যানেলটি সাবস্ক্রাইব
করে পাশের বেল বাটনটি প্রেস করুন
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মত এখানেই শেষ করছি- ধন্যবাদ।
Thank you... Very helpful
ReplyDeleteThank you... Very helpful
ReplyDeleteThank you... Very helpful
ReplyDelete